Ekhanei Lyrics (এখানেই) Lagnajita Chakraborty | Diptarka Bose lyrics (Primary language)
এ রাতের আস্কারাতে
কত তারা খসে যায়,
বসে ঠায় একতারা কে বাজায় ?
এ রাতের আস্কারাতে
কত তারা খসে যায়,
বসে ঠায় একতারা কে বাজায়?
আর কাটেনা সময়
শুধু শূন্যতায় শূন্য বাড়ায়,
বসে ঠায় একতারা কে বাজায়?
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ,
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ।
শেষ রাতে হওয়া প্রথম আলাপ
নীরবতা জুড়ে বার্তালাপ,
দমকা হাওয়ায়।
থমকে সময়
আচমকা পথ হারানো এ ঠিকানায়।
ধুরঅবতারা চোখে নিশপলক
কত কাছে তবু কত আলোকবর্ষ দূরে,
আকাশ জুড়ে
দিকশূন্য দূরবীন সাজায়,
জোছনায় সে আকাশ ঝলসে যায়।
খসে যায়, আরও তারা খসে যায়
তবু এখানেই সরে যায়
এখানেই ছোঁয়া হাত,
হাসে চাঁদ এখানেই এখানেই উল্কাপাত।
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ,
এখানেই ..
E raater ashkarate
koto tara khoshe jay
Boshe thaay ektara ke bajay
AaR katena somoy
Shudhu shunnotay shunno baray
Boshe thaay ektara ke bajay
Ekhanei porichoy ekhanei Chodmobesh
Sondhan ekhanei, ekhanei niruddesh
Sesh raate howa prothom aalap
Nirobota jure bartalap
Domka haway
Thomke somoy
Achomka poth harano thikanay
Dhrubotara chokhe nishpolok
Koto kachhe tobu koto alokborsho dure
Akash jure
Dikshunno durbin sajay
Jochonay se akash jholshe jaay
Khoshe jaay, aaro tara khoshe jay
Tobu, ekhanei sore jay
Ekhanei chowa haat
Hashe chaand ekhanei Ekhanei ulkapaat
Ekhanei ..